ডিপ্লোমা VS এইচএসসি কার সার্টিফিকেটের মান বেশি জেনে নিন

Rate this post


অনেকেরই আলোচনা সমালোচনার বিষয়- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?
বেশির ভাগ লোকই মনে করেন যে ডিপ্লোমা সার্টিফিকেটের মান এইচএসসির
সমমান |

প্রথমে আসি সনদের মান নিয়ে
বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪
যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ | এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে | নিচের ছবিটি দেখলে আরও বুঝতে পারবেন ।

Image Reference : wikipedia


এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন,
বেতন স্কেল – মূল বেতন ৯৩০০/- সর্বসাকুল্যে ২২৪৯০/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না .


আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন ১৬০০০/ – সর্বসাকুল্যে ৩৮৬৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন |
যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে অনাস‘ অথবা মাস্টার্স সম্পন্ন হতে হয় |

অনেকেই আবার বলেনঃ-
আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আবার বিএসসি ইঞ্জিনিয়ারিংএ পড়ি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |
হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন ।
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতার দিক থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন

আশা করছি আপনারা এই লেখাটি থেকে HSC এবং Diploma এর মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছেন ।

Facebook Comments Box

Leave a Comment