খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021-Khulna City Corporation

Rate this post

চাকরির বর্ণনা : খুলনা সিটি কর্পোরেশন চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Khulna City Corporation Job Circular 2021 প্রকাশিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ১০ পদে ২৭ জনকে নিয়োগ দেবে ।
নিন্নবর্ণিত শুন্য পদে নিয়োগের মাধ্যমে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে আবেদনের জন্য খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ প্রকাশের মাধ্যমে আহব্বান জানিয়েছে।
খুলনা সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি প্রকাশিত পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

নিচে খুলনা সিটি কর্পোরেশন চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পূর্ণ বিস্তারিত নিচে দেয়া হল ।
সকল সরকারি ও বেসরকারি চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার সময়সূচী

সবার আগে পেতে ভিজিট করুন : BTEB LAB

খুলনা সিটি কর্পোরেশন (Khulna City Corporation) আবেদনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

প্রতিষ্ঠান / সংস্থার নাম:খুলনা সিটি কর্পোরেশন
পদের সংখ্যা:২৭
বয়স:১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা
আবেদনের মাধ্যম:ডাকযোগে
অফিশিয়াল ওয়েবসাইট:https://khulnacity.portal.gov.bd
আবেদন শুরুর তারিখ:১৭ অক্টোবর ২০২১
আবেদনের শেষ তারিখ:১৫ নভেম্বর ২০২১

Khulna City Corporation job circular 2021 খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

খুলনা সিটি কর্পোরেশন শুন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ১০ পদে মোট ২৭ জনকে নিয়োগ দেবে। পদপগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

শুন্য পদসমূহের নাম: সহযোগী ও উপকারে সহায়তা প্রদানকারী, এস্টিমেটার, ড্রাফটস্যানি, ইষ্টোর কিপার, ওয়ার্ক সরকার, ডুপ্লিকেট অপারেটর
পদ সংখ্যা: ২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা
বেতন স্কেল: গ্রেড ৯-গ্রেড ১৮

Khulna City Corporation job circular 2021

আবেদন শুরুর সময়: ১৭ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: ডাকযোগে

Khulna City Corporation job circular 2021 খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন :

সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের শর্তাবলী :

প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

প্রার্থীকে স্ব-হস্তে আবেদন করতে হবে। স্ব-হস্ত ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।
আবেদন মেয়র মহোদয়, খুলনা সিটি কর্পোরেশনকে সম্বোধন করে আগামী ১৭/১০/২০২১খ্রিঃ তারিখ হতে ১৫/১১/২০২১খ্রিঃ তারিখের মধ্যে অফিস
চলাকালে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনের সাধারণ প্রশাসনিক শাখায় ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পারবে

আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পফ্ট অক্ষরে লিখতে হবে।

পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বয়সসীমা ১৫/১১/২০২১খ্রিঃ তারিখে ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্রের সাথে নিয়োক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩(তিন) কপি ৫ » ৫ সে.মি.আকারের রঙ্গিন ছবি আবেদনের সাথে সংযুক্ত
করতে হবে এবং ০২(দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে।

সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্‌ সনদপত্র (মূলকপি)।

Post Related Things: চাকরির খবর, চাকরির খবর ২০২১, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর,চাকরির খবর ২০২১ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,
নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১ সরকারি, চাকরির খবর ২০২১, চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, সপ্তাহিক চাকরির খবর,

job circular, bd job circular, bdjobs, latest job circular,job circular 2021, latest govt job circular, jobs in bangladesh, govt jobs in bd, today job news,
govt job circular, daily job circular, bd jobs circular and it tech, chakrirdak, chakrir khobor, chakri, job news bd, chakrir bazar job,bd job circular 2021

Facebook Comments Box

Leave a Comment