Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/bteblab1/public_html/wp-includes/functions.php on line 6131
ডিপ্লোমা(BTEB) ২০২১ সালের পরীক্ষাসমূহ কোভিড পরিস্থিতির কারণে ৫০% নম্বরের উত্তরের ভিত্তিতে গ্রহন - BTEB LAB

ডিপ্লোমা(BTEB) ২০২১ সালের পরীক্ষাসমূহ কোভিড পরিস্থিতির কারণে ৫০% নম্বরের উত্তরের ভিত্তিতে গ্রহন

চলমান বৈশ্বিক অতিমারি (Pandemic) কোডিড-১৯ জনিত কারণে ২০২১ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ডের আওতায় অনুষ্ঠিতব্য ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষাসমূহ (নিয়মিত ও অনিয়মিত)
যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয়নি।

০২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের ২০২১ সালের পরীক্ষাসমূহ
কোডিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় নিয়োক্ত নির্দেশনা অনুসরণ করে পরীক্ষা গ্রহণের জন্য নিমনবর্ণিত
সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

(ক) সকল প্রবিধানের আওতায় পরীক্ষার প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের ৫০% নম্বরের উত্তর দিয়ে পরীক্ষা গ্রহণ (সকল
বিভাগের যে কোন প্রশ্ন মিলিয়ে)।

(খ) সকল বিষয়ের ০৩ ঘন্টার পরীক্ষা ০২ ঘণ্টা এবং ০২ ঘন্টার পরীক্ষা ০১ ঘণ্টা ৩০ সিনিট সময়ে গ্রহণ।

(গ) প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে দ্বিগুন করে ফলাফল নির্ধারণ।

০৩। এমতাবস্থায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১ এর ৮(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে
উপরোস্টিখিত সিদধানবসমূহ বাস্তবায়নের আলোকে পরীক্ষার ফলাফল প্রসুত, প্রকাশ ও সনদ বিতরণের জন্য বাংলাদেশ
কারিগরি শিক্ষা বোর্ড-কে ক্ষমতা প্রদান করা হলো।

০৪। এ প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এবং এটি অবিলতে কার্যকর হবে।

বিস্তারিত দেখুন

bteb
মূল নোটিশ লিঙ্ক

Leave a Comment