মাদরাসা বোর্ড এসএসসি বা দাখিল পরীক্ষার রুটিন ২০২১ পিডিএফ । দাখিল রুটিন ২০২১ মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ebmeb.gov.bd এ প্রকাশ করা হয়েছে । সময়সূচী অনুযায়ী আগামী ১৪ই নভেম্বর ২০২১ তারিখ থেকে দাখিল পরীক্ষা শুরু হবে
দেখে নিন এক নজরে
বোর্ডের নামঃ | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
নোটিশ প্রকাশঃ | ২৩শে সেপ্টেম্বর ২০২১ |
পরীক্ষা শুরুর তারিখঃ | ১৪ই নভেম্বর ২০২১ |
পরীক্ষার শেষ সময়ঃ | পরীক্ষার শেষ সময়ঃ |
আমাদের ওয়েবসাইট : https://bteblab.com/
দাখিল পরীক্ষার সময়সূচি ২০২১-২২
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড- এর ২০২১ সালের মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বহন করে।
বিষয় এর নাম | বিষয় কোড | পরীক্ষার সময় | পরীক্ষার তারিখ |
কুরআন মাজিদ ও তাজভিদ | ১০১ | সকাল ১০ টা থেকে ১১ঃ৩০ পর্যন্ত | ১৪ই নভেম্বর ২০২১ |
পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) | ১৩০ | ||
হাদিস শরিফ | ১০২ | ১৮ই নভেম্বর ২০২১ | |
ইসলামের ইতিহাস | ১০৯ | ২১শে নভেম্বর ২০২১ | |
রসায়ন (তত্ত্বীয়) | ১৩১ | ||
তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) | ১১৯ | ||
তাজভিদ (হিফজুল কুরআন গ্রুপ) | ১২১ |

বিশেষ নির্দেশাবলিঃ
১। কোভিড ১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৩। পরীক্ষার সময় ১ ঘন্টা ৫ মিনিট। * MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না।
সকাল ১০,০০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ০৯.৩০মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী (OMR শিট বিতরণ। সকাল ১০,০০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।
সকাল ১০,১৫মি, বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শীট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। ।
পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পৰীক্ষা আরম্ভব কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
৪। ২০১৭-২০১৮, ২০১৮ ০১৯ ও ২০১৯-২০২০ সেশনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার
শিক্ষা (১৪৫) বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক আস্ত (নােট লুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেকে সবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্তনম্বর বাের্ডের ওয়েবসাইট
(www.ebmeb.gov.bd) থেকে eCis-Center Information System এর মাধ্যমে অনলাইনে প্রেরণ করবেন।
৫। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোকা ইত্যাদি যথাযথভাবে লিখে ৰূত তা
করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৬। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (অম্লীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৭। প্রত্যেক পৰীক্ষার্থী কেবল জিষ্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই স্যি বিষয়ের * পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৮। পক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে পারলে এবং এনালগ ঘড়ি সাথে রাখতে পারবে। প্রােগ্রামিং, ক্যালকুলেটর
| ব্যবহার করতে পারবে না।
৯। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি/পীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ঘােযােগর
স্বার্থে ফিচার ফোন স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন।
১০। সৃজনশীলফনামূলক (তত) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিশি বাজার করতে হবে।
১১। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
পরীক্ষার ফি প্রদান
মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আপনাকে পরীক্ষার ফর্ম ফিলআপ এর ফি প্রদাণ করতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বিস্তৃত পেমেন্ট পদ্ধতি সেবা প্রদান করেছে। ফি প্রদানের জন্য আপনি যে পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন তা এখানে তুলে ধরা হলোঃ
- সোনালি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে
- সোনালি ব্যাংক ডেবিট / ক্রেডিট / প্রি-পেইড কার্ড
- যেকোনো ব্যাংক এর ভিসা / মাস্টার কার্ড
- ডাচ বাংলা ব্যাংক এর নেক্সাস কার্ড
- বিকাশ মোবাইল ব্যাংকিং
- নগদ মোবাইল ব্যাংকিং
- রকেট মোবাইল ব্যাংকিং
ফর্ম ফিলআপ ফি প্রদান
মাদ্রাসা বোর্ড পরীক্ষার রুটিন ২০২১ প্রকাশের পরে, ফর্ম ফিলাপের ফি পরিশোধের নির্দেশিকার নোটিশ প্রকাশ করেছে। নিচের এই চারটি পদ্ধতিতে কাঙ্ক্ষিত পেমেন্ট প্রদাণের ঠিকানায় যেতে পারবেন।
- Sonali eSheba (সোনালি ই-সেবা)
- শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট এ Student Panel এর মাধ্যমে
- অথবা শিক্ষার্থীদের মোবাইল এ পাঠানো এস এম এস (SMS) এর লিংক ব্যবহার করে
আপনি লিংক, মোবাইল অ্যাপ অথবা যে পদ্ধতিই অবলম্বন করেন না কেনো, আপনি একই ঠিকানায় পৌঁছাবেন।
ফি প্রদানের পদ্ধতি
বাংলাদেশ সরকার এদেশের জনগনকে ডিজিটাল সেবা প্রদাণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কিছুটা সাফল্যের দিকে এগিয়েও গিয়েছে। এখন আপনাকে বাহিরে কোনো দোকান হতে অতিরিক্ত টাকা দিয়ে ফি পরিশোধ করতে হবে না। শিক্ষার্থীরা নিজেদের ঘরে বসেই দাখিল পরীক্ষার ফর্ম ফিলাপের ফি প্রদাণ করতে পারবে। নিচে পদ্ধতিগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হলোঃ
- Sonali eSheba (সোনালি ই-সেবা) অ্যাপ Google Play Store থেকে ডাউনলোড করুন।
- Sonali eSheba অ্যাপ এ প্রবেশ করে থাকলে “HSC/Eqiv.Form Fill-up” আইকন এ ক্লিক করুন। লিংকে প্রবেশ করে থাকলেও একই ঠিকানায় পৌঁছাবেন।
- এখন Board Name ড্রপডাউন বক্সে ক্লিক করুন।
- লিস্ট হতে আপনার বোর্ড সিলেক্ট করুন।
- তারপর আপনার ১০ ডিজিট-এর রেজিস্ট্রেশান নাম্বার এবং ৬ ডিজিট-এর দাখিল নাম্বার প্রদাণ করুন। এখন চেক বাটনে ক্লিক করুন, প্রদত্ত তথ্যে কোনো ভুল থাকলে, DATA NOT FOUND বার্তা দেখাবে।
- এরকম হলে আপনাকে সকল তথ্য আবার প্রদাণ করতে হবে।
- এরপর সকল তথ্য (শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, দাখিলের রোল নাম্বার, রেজিস্ট্রেশান নাম্বার এবং মোট টাকার পরিমাণ) সঠিক আছে কি না তা পুনরায় চেক করুন।
- সকল তথ্য সঠিক থাকলে Confirm Payment বাটনে ক্লিক করুন।
- ফি প্রদাণের জন্য OK বাটনে ক্লিক করুন।
- এখন Sonali Payment Gateway এর পেজ প্রদর্শিত হবে। উক্ত পেজ হতে আপনার পছন্দের পেমেন্ট এর মাধ্যম নির্বাচন করুন এবং ফি প্রদাণ করুন।
- পেমেন্ট সফল্ভাবে সম্পাদনের পরবর্তীতে একটি কনফার্মেশন মেসেজ আপনার মোবাইল এ পাঠানো হবে। পেমেন্ট স্লিপটি ডাউনলোয়াড করে সংরক্ষণ করে করে রাখতে হবে।
যদি আপনি দাখিল পরীক্ষার ফি প্রদাণের নোটিশ PDF ফাইল ডাউনলোড করতে চান, তবে নিচের বাটনে ক্লিক করুন।
পেমেন্ট স্লিপ না পেয়ে থাকলে অথবা পেমেন্ট সম্পর্কিত যেকোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন। ইমেইল এবং ফোন নাম্বার ওয়েবসাইট এর HELP মেন্যু তে পেয়ে যাবেন।